দেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে ছাত্ররা, এটা কাজে লাগাতে হবে: সাকি

ছাত্র-তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এজন্য মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপে তিনি একথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ছাত্র তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। মতপার্থক্য নিয়েই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে।

তিনি বলেন, ৭২ সালের সংবিধানে স্বৈরাচারী কাঠামোর গোড়াপত্তন হয়েছে। গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে হবে। সাকি আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে একটা কমিশন প্রয়োজন। যেখানে সরকারি, বিরোধী দল থাকবে। সবক্ষেত্রেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...