পত্রিকা (১৭ই অক্টোবর): ‘ফাইল গায়েব হয়ে যাচ্ছে সংসদ থেকে’

পত্রিকা

ফাইল গায়েব হয়ে যাচ্ছে সংসদ থেকেএটি মানবজমিন পত্রিকার প্রথম পাতারএকটি শিরোনাম। এ খবরে বলা হয়েছে, আর্থিক ও সংসদ সচিবালয়ের নেয়া পুরনো অনেক সিদ্ধান্তের ফাইল গায়েব করা হচ্ছে। এরই মধ্যে শতাধিক ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না।

মানবজমিনের অনুসন্ধানে দেখা গেছে, এসব ফাইলের বেশির ভাগেই আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে।ইতোমধ্যে যেসব ফাইল গায়েব হয়েছে তাতে শতাধিক কোটি টাকার হিসাব রয়েছে বলে এই খবরে বলা হয়েছে।

সংসদ সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এসব ফাইল গায়েবের সঙ্গে সম্পৃক্ত বলে ধারনা করা হচ্ছে। চতুর্থ শ্রেণির অনেক কর্মচারীকে টাকার বিনিময়ে ফাইল গায়েবের মিশনে নামানো হয়েছে।

খবরে বলা হয়েছে, গত পাঁচই অগাস্টের পর অনেক কর্মকর্তা নিয়মিত অফিস করছেন না। তারা বাইরে থেকে টাকা দিয়ে কর্মচারীদের মাধ্যমে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ফাইল গায়েব করছেন। তবে এসবই হচ্ছে খুবই গোপনে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...