পুরনো সম্পর্কের একঘেয়েমি দূর করার ৮ উপায়

পুরনো সম্পর্কের একঘেয়েমি দূর করার ৮ উপায়। ছবি সংগৃহীত

যত্ন নিলে সম্পর্ক ভালো থাকে। আর অনেক সময় দেখা যায় দীর্ঘ সম্পর্কের কারণে একঘেয়েমি লাগে। তাই পুরনো সম্পর্ক নতুন করে আবারও ফিরে পেতে সম্পর্কের যত্ন নিতে হবে।

অনেক সময় দেখা যায়, মোবাইল স্ক্রিনে চোখ রেখে পড়ার অভ্যাস থাকলেও মাঝেমধ্যেই বই পড়তে বেশ ভালো লাগে।

মনোবিজ্ঞানীদের মতে, সম্পর্কের একঘেয়েমি কাটাতে হলে সম্পর্কের যত্ন নিতে হবে, না হলে বিচ্ছেদের সম্ভাবনা বাড়ে।

আসুন জেনে নিই পুরনো সম্পর্ক একঘেয়েমি দূর করতে কী করবেন-

১. আলাদাভাবে দুজনে ঘুরে আসুন। বন্ধু-বান্ধব বা পরিবারের অন্যদের সঙ্গেও সময় কাটান।

২. নিজের যা ভালো লাগে তাই করতে পারেন। বইপড়া, সিনেমা দেখা পছন্দ করলে সেগুলোর জন্য সময় দিন।

৩. মন খুলে আড্ডা দিন। দুজনই চাপমুক্ত সময় কাটান।

৪. প্রয়োজনে কয়েকটা দিন দুজন আলাদা থাকুন।

৫. মন খারাপ থাকলে গান শুনুন। গান শুনলে মন ভালো হয়ে যাবে।

৬. সম্পর্ককে দীর্ঘায়ু করার স্বার্থে নিজেদের মধ্যে সাময়িক দূরত্ব তৈরি করুন।

৭. দুজন দুজনকে পছন্দের উপহারও দিতে পারেন।

৮. একে অপরকে বিশেষ মুহূর্ত উপহার দিন।

ওপরে বিষয়গুলো মেনে চললে সম্পর্কের পুরনো টান, হারিয়ে যাওয়া রোমান্সও ফিরে আসবে। সম্পর্কে একঘেয়েমি আসা বা সম্পর্ক অভ্যাসে পরিণত হওয়া মানেই যে সম্পর্কে ইতি টানতে হবে এমন নয়।

তথ্যসূত্র: জিনিউজ

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *