ছবির উৎস, BANGLADESH METEOROLOGICAL DEPARTMENT
উত্তর বঙ্গোপসাগর এবং
বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া
অধিদপ্তর।
এক সতর্কবার্তায় এ
তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম
নাজমুল হক স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আরেক পূর্বাভাসে আবহাওয়া
অধিদপ্তর আগামী ৭২ ঘন্টা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে
বলে জানিয়েছে।
রোববার ময়মনসিংহ,
খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী এবং
ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের
বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসাথে ময়মনসিংহ ও
সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সোমবার রংপুর,
ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম
বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি
বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার একই
অবস্থা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
এছাড়া পরবর্তী
পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।