ভারত: দিল্লিতে ‘৬০০ বছরের প্রাচীন মসজিদ’ যে কারণে ভেঙ্গে দিল কর্তৃপক্ষ

মসজিদটি ভেঙ্গে ফেলার পরে সেখানে এখন শুধুই ধ্বংসস্তুপ

ছবির উৎস, Muzammil Salmani

ছবির ক্যাপশান,

মসজিদটি ভেঙ্গে ফেলার পরে সেখানে এখন শুধুই ধ্বংসস্তুপ

ফাওয়াদের প্রিয় রঙ সবুজ।

বারো বছরের এই কিশোরের তাই চারদিকের সবুজ ঘাস, গাছ-গাছালি খুব প্রিয় ছিল। ফাওয়াদ ভারতের রাজধানী দিল্লির যে মাদ্রাসায় থাকত, সেখানে যে চারপাশে অনেক গাছ।

বছর দুয়েক আগে হঠাৎ করেই বাবা আর মা মারা যাওয়ার পরে পড়শি রাজ্য থেকে দিল্লির যে মাদ্রাসায় থাকতে এসেছিল ফাওয়াদ, জায়গাটা সেকারণেই ভাল লেগে গিয়েছিল, নিরাপদ মনে হয়েছিল জায়গাটা।

পাশের মসজিদেও ছিল সবুজ রঙের ছড়াছড়ি – ছাদের কড়িকাঠ, খিলান – সেসবও ছিল সবুজ রঙের।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...