আওয়ামীলীগের কর্মী বিপ্লব হোসেনের কাছে চাঁদা না পেয়ে মারপিটে জখমের ঘটনায় আলী হোসেন সাগর নামে এক যুবককে গণপিটুনি দিয়ে সেনাসদস্যসের হাতে তুলে দিয়েছে জনতা।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পুলেরহাট আদ্বদীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আটক সাগর সদর উপজেলার মেদিয়া গ্রামের মৃত মোজাহর আলীর ছেলে।
ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শরিকুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন কোতয়ালি থানায় এ ঘটনায় মামলা করেছেন। তিনি মামলায় উল্লেখ করেন, তার বোন রেহেনা বানুর শ্বশুরবাড়ি শহরতলীর কৃষ্ণবাটি গ্রামে। গত এক মাস আগে তিনি কৃষ্ণবাটি গ্রামের আসেন অসুস্থ্য ভগ্নিপতিকে দেখতে। আসামি সাগর ভাগ্নিপতির বাড়ির পাশে থাকে। সে হিসাবে তার সাথে পরিচয় হয়। গত শুক্রবার হঠাৎ সে তার ভগ্নিপতির বাড়িতে আসে এবং তাকে বলে তুই ব্যবসায়ী এবং আওয়ামী লীগের সমর্থক। তোকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে। বাদী বাধ্য হয়ে ১০ হাজার টাকা দেন। বাকী টাকা সন্ধ্যার দিকে দিতে বলে। এরমাঝে তার ছেলে অসুস্থর সংবাদ পেয়ে তিনি নিজ বাড়ি ঝিনাইদহে যাওয়ার জন্য রওনা দেন। আদ্বদীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌছালে সাগরসহ অজ্ঞাত ৭/৮ জন তার মোটারাইকেলের গতিরোধ করে বাকি ৪০ হাজার টাকা দাবি করে। না দেয়ায় মারপিট করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে গেলেও সাগরকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে সেনাবাহিনীর টহল টিমে সেখানে পৌছে সাগরকে হেফাজতে নেয়। পরে আহত সাগরকে যশোরে জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।