শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা; তার পতনে ভূমিকা ছিল না দাবি যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা
সাবেক নৌ-কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম আজ শপথ নিবেন।

সকাল ১১টায় বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করাবেন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত আটই অগাস্ট নতুন সরকারের উপদেষ্টা হিসেবে মি. আজমের
নাম ঘোষণা করা হয়। কিন্তু তখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় শপথ নিতে
পারেননি।

রোববার রাতে দেশে ফেরেন মি. আজম। শপথ অনুষ্ঠান শেষে আজ
তাকে দফতরও বুঝিয়ে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

তবে তিনি কোনও দফতর পেতে যাচ্ছেন, সেটি এখনও স্পষ্ট হয়নি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে বর্তমানে
২৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে।

সেগুলো হলো: মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা
মন্ত্রণালয়,
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়,
বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়,
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ এবং
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আরও রয়েছে: নৌপরিবহন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, বেসামরিক বিমান
পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মি. আজমকে এগুলোকে থেকে একটি দফতর দেওয়া হতে পারে।

উল্লেখ্য যে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গত বৃহস্পতিবার
রাতে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

এর মধ্যে প্রধান উপদেষ্টাসহ ১৪ জনই ওইদিন শপথ নেন। ঢাকার
বাইরে থাকায় ডা. বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুক-ই-আজম সেদিন শপথ নিতে পারেননি।

পরে গত রোববার ডা. বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা
শপথ নেন। আজ মি. আজমের মাধ্যমে উপদেষ্টাদের সবার শপথগ্রহণ সম্পন্ন হতে যাচ্ছে।

Source link

আরো পড়তে পারেন:  ঝাল ঝাল আমসত্ত্ব তৈরির রেসিপি

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  সারা দেশে ফোর-জি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন