বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মলিক।
তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভুকে রাজধানীর উত্তরার একটি স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।