সীতা রাম: অজ্ঞাত যে ভারতীয় শিল্পী ব্রিটিশ শাসকদের জন্য ছবি আঁকতেন

ভারতীয় শিল্পী সীতা রামের জলরঙে আঁকা বড়া ইমামবাড়ার চিত্র যা ভারতের লক্ষ্ণৌয়ে অবস্থিত

ছবির উৎস, DAG COLLECTION

ছবির ক্যাপশান,

ভারতীয় শিল্পী সীতা রামের জলরঙে আঁকা বড়া ইমামবাড়ার চিত্র যা ভারতের লক্ষ্ণৌয়ে অবস্থিত

উপরের চিত্রে ফুটে উঠেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী লক্ষ্ণৌয়ের ঐতিহাসিক ভবন বড়া ইমামবাড়ার সামনের অংশ।

আউধের রাজপুত্র নবাব আসাফ-উদ-দৌলার দুর্ভিক্ষ ত্রাণ প্রকল্পের অংশ হিসাবে ১৭৮৪ সালে তৈরি হয় বড়া ইমামবাড়া।

এটি মুঘল শৈলীতে নির্মিত সর্বশেষ প্রাসাদোপম ভবনের মধ্যে একটি। ভুল ভুলিয়া এবং আসফি মসজিদ-সহ আরও অনেক ইমারত রয়েছে সেখানে।

চিত্রকর্মটির দিকে ভালো করে তাকালে লক্ষ্য করবেন, ইমামবাড়া দৃশ্য ছাড়াও দেখা যাচ্ছে, বাইরের ফটক। ইমামবাড়ায় পৌঁছানোর আগে দর্শনার্থীদের ওই ফটকও এবং দুটি উঠোন অতিক্রম করে মূল হলঘরে যেতে হয়, যা কোনও স্তম্ভ ছাড়াই তৈরি বিশ্বের বৃহত্তম খিলানযুক্ত নির্মাণগুলির মধ্যে একটি।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *