২৮শে অক্টোবর : ঢাকায় সমাবেশ ঘিরে কী কী করছে আওয়ামী লীগ ও বিএনপি

রাজশাহীর বিএনপির গণসমাবেশে ধানের শীষ হাতে এক সমর্থক

ছবির উৎস, BNP MEDIA CELL/ BABUL TALUKDER

ছবির ক্যাপশান,

রাজশাহীর বিএনপির গণসমাবেশে ধানের শীষ হাতে এক সমর্থক (ফাইল ফটো)

  • Author, মুন্নী আক্তার
  • Role, বিবিসি নিউজ বাংলা

বাংলাদেশে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সপ্তাহ দুয়েক আগে রাজধানী ঢাকায় একই দিনে বড় দুই রাজনৈতিক দলের মহাসমাবেশ আহ্বান নিয়ে তুমুল আলোচনা চলছে।

আওয়ামী লীগ ও বিএনপি কোন দলই এখনো তাদের ঘোষিত স্থানে সমাবেশ করার অনুমতি পায়নি। তবে বিএনপি জানিয়েছে, নয়াপল্টনেই সমাবেশ করবে তারা। সে জন্যই এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে দলটি।

আওয়ামী লীগ বলছে, ২৮শে অক্টোবর ঘিরে তাদের সমাবেশের জন্য খুব বেশি প্রস্তুতির দরকার নেই। সারা দেশ থেকে নয়, শুধু ঢাকা মহানগর ও এর আশপাশের কর্মী সমর্থকরা তাদের এই সমাবেশে অংশ নেবে।

পুলিশ বলছে, দুদলের কাউকেই এখনো অনুমোদন দেয়া হয়নি। তবে ডিএমপির নির্ধারিত স্থানেই সমাবেশ করতে হবে দলগুলোকে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *