কয়েকটি ব্যাংক আর্থিক সংকটে
থাকলেও কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা
বলেন তিনি।
অর্থ
উপদেষ্টা বলেন, “ইসলামী
ব্যাংক বড় প্রতিষ্ঠান। এর উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। যদিও কয়েকটি ব্যাংক
চ্যালেঞ্জে পড়বে”।
পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ওপর নেতিবাচক প্রভাবের
বিষয়টি তুলে ধরেন তিনি।
খারাপ
অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোয় বিনিয়োগের কারণে বিনিয়োগকারীদের ক্ষতির কথা
স্বীকার করে মি. আহমেদ জানান ক্ষতিপূরণের ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে।
বাজেট খরচ কমানোর চেষ্টার কথা তুলে ধরে মি. আহমেদ বলেন, “এই
উদ্যোগগুলো সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় প্রভাব ফেলবে না”।
বার্ষিক
উন্নয়ন কর্মসূচির আওতায় কিছু প্রকল্প রাজনৈতিক কারণে শুরু হওয়ায় সেগুলোর
কতটুকু প্রয়োজন তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানান মি. আহমেদ।
বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতার আশ্বাস
সরকারের উল্লেখযোগ্য সাফল্য বলে মন্তব্য করেন মি. আহমেদ।
নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে একাধিক কারণ উল্লেখ করেন তিনি। এছাড়া আলু
ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কথাও স্বীকার করেন অর্থ উপদেষ্টা।