সিরিয়ার ভবিষ্যৎ কী? আসাদের পতনের পর যা যা ঘটতে পারে

অনেক সিরিয়ান আসাদের পতন উদযাপন করলেও দেশটির ভবিষ্যত এখন অনিশ্চিত

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, অনেক সিরিয়ান আসাদের পতন উদযাপন করলেও দেশটির ভবিষ্যত এখন অনিশ্চিত

হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে চালানো সামরিক অভিযানের মুখে সিরিয়ায় আসাদ পরিবারের কয়েক দশকের নৃশংস শাসনের অবসানের পর দেশটির ভবিষ্যত নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে।

এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল-জোলানি সিরিয়াকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি এই লক্ষ্য অর্জন করতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত না।

সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেয়ার পেডারসন সিরিয়ার সব গোষ্ঠীর মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

“মোটামুটিভাবে এইচটিএস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে আশ্বস্তকর বিবৃতি দিতে দেখেছি,” বলেন পেডারসন। তবে ‘আইনশৃঙ্খলা’ সম্পর্কিত চলমান সমস্যাগুলোর কথাও উল্লেখ করেন তিনি।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...